সালমান হাসান::
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মুন্সীগঞ্জ জেলার লৌহজং এর নওপাড়া এজেন্ট শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: প্রধান অতিথি :-এস এম রেজাউল করিম, ইভিপি অস্ত এজেন্ট ব্যাংকিং ডিভিশন। বিশেষ অতিথি: – ১. হাফিজ আহমেদ শেখ , শাখা প্রধান টংগীবাড়ী ইসলাম ব্যাংক শাখা।২. মালেক শিকদার চেয়ারম্যান বৌলতলী ইউনিয়ন পরিষদ।
সভাপতি: আবু সাঈদ মোহাম্মদ ইদ্রিস,ইভিপি ও হেড অব জোন ঢাকা সাউথ জোন ।
পরিচালনায়:-এস এম মানিক,বেবস্থাপনা পরিচালক বালিগাঁও ও নওপাড়া এজেন্ট শাখা প্রধান।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নওপাড়া এজেন্ট শাখার সাফল্যজনক বক্তব্য,করেন মাখসুদুর রহমান ইনচার্জ নওপাড়া শাখা আরোও বক্তব্যে রাখেন এস এম মানিক শাখা প্রধান অতিথিদের উদ্দেশ্য শাখার উন্নতি দিক অন্যান্য ব্যাংক এর সাথে এক ধাপ এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে।
সকল অথিতিদের মধ্যে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন নওপাড়া এজেন্ট শাখার সকল কর্মকর্তা। অনুষ্ঠানে শুরু হয় কোরআন তেলাওয়াতের ও ইসলামিক নাথ শেষ হয় দোয়ার মাধ্যমে পরে কেক কাটা হয় ।
স্থান:- নওপাড়া বাজার হাওলাদার শপিং কমপ্লেক্স লৌহজং মুন্সিগঞ্জ।