মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ী প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ন আলোচনা করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা হয়েছে।
আজ ২৭\০৯\২০২১ ইং সোমবার দুপুর ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভাটি সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন।
মত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (গোপনীয়) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবুল হাসান, ভাইস চেয়ারম্যান নাহিদ খান, সহকারী কমিশনার (ভূমি) পারভিন খানম,টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলম সুমন, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সরকার, বীর মুক্তিযোদ্ধা শহীদ বেপারী, সোনারং-টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, ধীপুর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, কামারখাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হাওলাদার, পাঁচগাও ইউপি চেয়ারম্যান মিলেনুর রহমান মিলন, আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, টঙ্গীবাড়ী উপজেলা সাব-রেজিষ্টার স্বপন কুমার দে,টঙ্গীবাড়ী উপজেলা কৃষি কর্মকতা জাহাঙ্গীর আলম তালুকদার, টঙ্গীবাড়ী উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, শিক্ষা কর্মকতা আঞ্জুমানারা বেগম, টঙ্গীবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি,স্হানীয় সাংবাদিক প্রমুখ।