মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদরে ধলেশ্বরী নদীর তীর থেকে শেখ মোহাম্মদ মাহতাব (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ-পুলিশ। সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পুরাতন কাঠপট্টি লঞ্চঘাট এলাকায় নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহতাব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজির বাতানপাড়া এলাকার শেখ মোহাম্মদ হাসান এর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল রোববারন সন্ধ্যায় চাকরীর খোঁজে বাসা থেকে বের হয় মাহতাব। এর পর থেকে পড়ালেখা শেষ করে চাকরী খুঁজছিলো সে। তার বাবা তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করেছিলো। কিন্তু বেকার থাকায় খুব বেশি হতাশাগ্রস্থ ছিলো।
মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের উপপরিদর্শক নুরুল ইসলাম রহমান জানান, ছেলেটি বেকার ও হতাশাগ্রস্ত ছিলো বলে পরিবার সূত্রে প্রাথমিক ভাবে জানা গেছে। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। যেহেতু বিষয়টি সন্দেহজনক তাই তদন্ত করে দেখা হবে।