মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক মিলাদ-মাহ্ফিল-২০২৩ অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর হোসেন, মুন্সীগঞ্জ::
মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ তিনদিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজিত অনুষ্ঠানমালার আজ দ্বিতীয় দিন ২৮ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটের সময় মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে বার্ষিক মিলাদ-মাহ্ফিল শুরু হয়ে দুপুর ২.১৫ মিনিটের সময় শেষ হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছউজ্জামান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নিলুফার জাহান জেলা পরিষদ , মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মোঃ নাজমুল হাসান সোহেল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শহর মুন্সীবাড়ি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফ্তি মোঃ আবরারুল হক, মুন্সীগঞ্জ কৃতি সন্তান, সাহিত্য পরিষদের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ গোলাম আশরাফ খান উজ্জ্বল । এছাড়ও উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আলী মোঃ নাছিম, মাকহাটি গুরুচরন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন বেগ, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল কাদির মোল্লা, ও আরো অনেকে।

মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন ঢালীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান মাওলানা মোঃ আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে নবম মানের ছাত্রী উম্মে হানি , এছাড়াও হামদ-নাত, কেরাত ও গজল পরিবেশন করে বিভিন্ন ছাত্রীরা।

বার্ষিক মিলাদ-মাহফিলের পুরস্কার বিতরণ শুরু করে সম্মানিত অতিথিবৃন্দ। সহকারি শিক্ষকদের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরষ্কার অর্জন করেছে তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিদ্যালয়ের সকল ছাত্রীরা করতালী দিয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তোমরা আমার হাত থেকে পুরস্কার নিয়েছো আমি তোমাদের হাতে পুরস্কার তুলে দিতে পেরেছি তাতেই নিজেকে ধন্য মনে করিছি নিজেকে। বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলবে, সঠিক মত লেখাপড়া করবে, রাস্তা-ঘাটে কোন সমস্যা হলে আমাদের কে জানাবে। এছাড়াও বিশেষ অতিথি ও প্রধান বক্তা বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য দেন।

বার্ষিক মিলাদ-মাহফিলের সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মিজানুর রহমান, সহকারি শিক্ষক, মোঃ ছফিউল্লাহ, আকতার জাহান, মোঃ আব্দুল হান্নান, আফসানা বেগম, মোঃ ইমাম হোসেন, মোঃ মুফিজুর রহমান, নৃপেন্দ্র কুমার মন্ডল, মোঃ জাহাঙ্গীর হোসেন, গাজী আসিফ আফসার রিয়েল, নুরুন্নাহার বেগম, ফাতেমা বেগম, সমপিতা দে, শিলা আক্তারসহ আরো অনেকে।

অনুষ্ঠানের সভাপতি সকল শিক্ষক, ছাত্রী, অভিভাবক, সাংবাদিক, অতিথিবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমাপ্ত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *