মোঃ জাকোয়ান হোসেন জেসিম: :
আজ ১৩ আগষ্ট,২০২৩ রবিবার দুপুর সাড়ে বারোটার সময় সদর মুন্সীগঞ্জ শহরের মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেনির অভিভাবক ও শিক্ষকদের সাথে সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ‘ক’ শাখায় শিক্ষক ও অভিভাবকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, মহিলা শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র শিক্ষক আকতার জাহান, শিক্ষক প্রতিনিধি ও শ্রেণি শিক্ষক মোঃ আব্দুল হান্নান, সিনিয়র শিক্ষক আব্দুস সাত্তার, আফছানা বেগম, নৃপেন্দ্র কুমার মন্ডল, হাসনেয়ারা বেগম, গাজী আসিফ আফসার রিয়েল ও ষষ্ঠ ও সপ্তম মানের শিক্ষক এবং এলাকার বিভিন্ন অভিভাবকবৃন্দসহ আরো অনেকে।
উক্ত মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় প্রধান শিক্ষক বলেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেনির নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না, তাই সকল শিক্ষার্থী ও অভিভাবকের উদ্দেশ্য করে বলেন, শিক্ষার্থীরা যেন ভালোভাবে পড়াশোনা করে সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।