মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধিদের সহকারি শিক্ষকদের পক্ষ থেকে ফুলের শুভে”ছা ও অভিনন্দন।

মোঃ জাকোয়ান হোসেন জেসিমঃঃ
আজ ২ রা ফেব্রুয়ারি ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার দুপুর ১২ টা ৫৫ মিনিটের সময় মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি আকতার জাহান, মোঃ আব্দুল হান্নান ও মোঃ জাহাঙ্গীর হোসেনকে ফুলের শুভেছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নিয়েছে বিদ্যালয়ের শিক্ষকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেনের সভাপতিত্ত্বে এবং সহকারি প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মিজানুর রহমান সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ছফিউল্লাহ, মোঃ আব্দুস সাত্তার, আফছানা বেগম, মোঃ মুফিজুর রহমান, নৃপেন্দ্র কুমার মন্ডল, মোসাম্মৎ হাসনেয়ারা বেগম, গাজী আসিফ আফসার রিয়েল, নুরুন্নাহার বেগম, ফাতেমা বেগম, সমপিতা দে, নুসরাত জাহান, মিরু আক্তার, জান্নাতুল ফেরদৌস, হামিদা খাতুন, ইসরাত জাহান অমি, র্কমচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আরো অনেকে।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোসাম্মৎ হাসনেয়ারা বেগম বলেন, সদ্য গঠিত ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধিদেরকে ধন্যবাদ জানান এই জন্য যে গতকাল ১লা ফেব্রুয়ারি জানুয়ারি মাসের বেতন পেয়ে খুবই খুশি লাগছে। কারন প্রায় ৪ বছর পর আমরা শিক্ষকরা নতুন ইনক্রিমেন্ট পাইলাম। তিনি বলেন শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের উন্নয়ন অবদান রাখবেন বলে আশা রাখেন।

প্রধান শিক্ষকও নবগঠিত ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধিদের ফুলের তোড়া দিয়ে বরন করেন।

প্রকাশ থাকে যে, আজকের এই ইনক্রিমেন্ট পাওয়ার পেছনে নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি ও মাননীয় মেয়র, মুন্সীগঞ্জ পৌরসভা, মুন্সীগঞ্জ এর ভুমিকাই মুখ্য বলে দাবি করেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা।

 

উল্লেখ্য যে, গত বছর ১৬ অক্টোবর ২০২২ ইং তারিখে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩ শে অক্টোবর হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে এসএমসির নতুন সভাপতি করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিরা।

১৪ ই নভেম্বর সোমবার দুপুর ১.৩০ মিনিটে মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়মিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *