নিজস্ব প্রতিবেদক:
আজ ১৭ জুলাই -২০২৩ রোজ সোমবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা অনুষ্ঠিত হয় অত্র সংগঠনের অস্থায়ী কার্যালয় মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়াম মার্কেটের এস এম ওয়াল্ডের অফিসে।
মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের মাসিক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জীবন। উক্ত সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জ্বল। সভায় মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের নিদিষ্ট এজেন্ডা সহ নৌভ্রমণের বিষয় আলোচনা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম -সম্পাদক এস এম সোহেল, যুগ্ম সম্পাদক মো : জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: রাজ মল্লিক , দফতর সম্পাদক মো: তুহিন সরকার, প্রচার সম্পাদক মো: শাহিন ইসলাম শাওন সহ অন্যান্য সদস্যবৃন্দ।