মোঃ জাকোয়ান হোসেন জেসিমঃঃ
আজ বৃহস্পতিবার ২০শে জুলাই, হিজরি নববর্ষ সকাল নয়টায় মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে নৌভ্রমণে বাংলার প্রাচীন রাজধানী, ইতিহাস, ঐতিহ্যের স্থান সোনারগাঁও এর উদ্দেশ্য রওয়ানা করা হয়। সোনারগাঁ যে সমস্ত জায়গা যাওয়া হয়েছে তা হলো সোনারগাঁ যাদুঘর, পানামাসিটি, পাঁচপীর এর মাজার, সুলতান গিয়াস উদ্দিন মোগল এর মাজারসহ বিভিন্ন পীর আওলীয়াদের মাজারে যাওয়া হয়েছে।
বর্ষাকাল নদীর দুই পাড়সহ আশেপাশের জমি পানিতে কানায় কানায় পূর্ণ। মেঘলা নদীর অপার সৌন্দর্যময় মনে হয় যেন বিশাল সমুদ্রের বুক চিরে নীল আকাশের নীচ দিয়ে আমরা এগিয়ে চলছি আর সৃষ্টিকর্তার অপার সৌন্দর্য উপভোগ করছি।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সেলিম, সিনিয়র সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান জীবন, সাধারণ সম্পাদক মোঃ গোলাম আশরাফ খান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক, এসএম সোহেল, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজ মল্লিক, প্রচার সম্পাদক মোঃ সাহিন ইসলাম শাওন প্রমূখ।