নিজস্ব প্রতিবেদকঃঃ
মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শনিবার বিকাল ৪.০০ টায় গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি গোলাম আশরাফ খান উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাংবাদিক শাহানাজ হীরার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনজুরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সরকারি লাইব্রেরিয়ান এস এম জহিরুল ইসলাম, মুন্সীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোঃ খাইরুল ইসলাম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার মুন্সি, কবি যাকির সাইদ, মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এ্যাড. মোঃ সুজন হায়দার জনি, কবি এ্যাড. অরন্য মনির, মুন্সীগঞ্জ সদর প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি কে এম সাইফুল্লাহ ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম শিকদার, জনজীবন ফাউন্ডেশনের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান জীবন, জনজীবন ফাউন্ডেশনের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আউয়াল, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক রাজ মল্লিক, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল ফরাজী, জাতীয় শিশু কিশোর সংগঠন চাঁদের হাটের সভাপতি মোঃ মাহবুব আলম লিটন, আইসিটি সম্পাদক সাংবাদিক মোঃ ফরহাদ হোসেন, বিক্রমপুর থিয়েটারের সভাপতি মোঃ হুমায়ুন ফরিদ, মুন্সীগঞ্জ জাতীয় অনলাইন প্রেসক্লাবের কাজী বিপ্লব হাসান, জাহাঙ্গীর হোসেন, আবু সাঈদ দেওয়ান সৌরভ, কবি মাসুদ অর্ণব, কবি অনু ইসলাম, সাংবাদিক মোঃ তোফাজ্জল হোসেন শিহাব, মোঃ আনিছুর রহমান রলিন, লিটন মাহমুদ, শেখ সুমন, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামছুল হুদা হিটু, লেখক মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল (ফার্মাসিস্ট)সহ শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ।