নিজস্ব প্রতিনিধি ::
মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক রাজমল্লিকের পিতা আলহাজ্ব মোঃ আকবর হোসেন ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার দুপুর আড়াইটায় ঢাকার একটি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি রিকাবী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও উত্তর কালিন্দীপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দৈনিক রজতরেখা পত্রিকার সম্পাদক এডভোকেট শাহিন মোঃ আমানউল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদ, মীরকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জ্বল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল ফারাজী, সবুজ কুড়ি বাংলাদেশের সভাপতি মাহবুব আলম জয় প্রমূখ।