মোঃ জাকোয়ান হোসেন জেসিম: :
আজ ১৫ আগষ্ট,২০২৩ রোজ মঙ্গলবার বেলা সাড়ে দশটার সময় মুন্সীগঞ্জ শহরের বঙ্গবন্ধু ম্যূরালে গিয়ে মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে।
মুন্সীগঞ্জ উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিতরে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগীতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সাত্তার।
এই সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মোঃ আক্তার হোসেনের সভাপতিত্ব করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের মহিলা শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র শিক্ষক আকতার জাহান, শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হান্নান, মোঃ জাহাঙ্গীর হোসেন, সিনিয়র শিক্ষক আব্দুস সাত্তার, আফছানা বেগম, নৃপেন্দ্র কুমার মন্ডল, হাসনেয়ারা বেগম, গাজী আসিফ আফসার রিয়েলসহ আরো অনেকে।
উক্ত শোকাবহ আগস্ট এর অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। এসময় প্রধান শিক্ষক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর বিপদগামী উচ্চ বিলাসী কয়েকজন সদস্যকে ষড়যন্ত্রকারীরা ব্যবহার করেছে ঐ চক্রান্তের বাস্তব রূপ দিতে । এরাই ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে হামলা চালায় গভীর রাতে । হত্যা করে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদেরকে।
বিশ্ব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেদিন তারা শুধু বঙ্গবন্ধুকেই নয়, তার সঙ্গে বাঙালির হাজার বছরের প্রত্যাশার অর্জন স্বাধীনতার আদর্শগুলোকে হত্যা করতে চেয়েছিল । মুছে ফেলতে অপচেষ্টা চালিয়েছিল বাঙালির বীরত্ব গাঁথার ইতিহাসও । কিন্তু ওরা সফল হয়নি। কখনো হবে না ইনশাআল্লাহ ।